Mon Sudhu Mon Chuyeche
জল আর আগুনের গল্প। তোয়া আর অগ্নির গল্প। একজন রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা, অন্যজন লড়াই করে উঠে আসা স্বনামধন্য গায়ক। তোয়ার জন্ম প্রভাবশালী রাজনৈতিক পরিবারে, আর অগ্নি বড় হয়েছে অনাথ আশ্রমে। দুজনেই জেদী, একরোখা, আর নিজেদের লক্ষ্যে অবিচল। তবু, কিভাবে মিল হল এই দুজনের? তাদের প্রেমের পথে অন্তরায় সৃষ্টি করল কারা? আর কারাই বা অসময়ে ওদের পাশে এসে দাঁড়াল? শেষ অবধি কি মিলন হবে যুগলের, নাকি এই কাহিনীরও পরিণতি হবে বিয়োগান্ত? জানতে হলে পড়তে হবে ঘাত প্রতিঘাতে ভরা টানটান উপন্যাস, 'মন শুধু মন ছুঁয়েছে।'